Trade License – পঞ্চায়েত ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন কিভাবে করবেন জেনে নিন, ২০২৪ সালের নতুন পদ্ধতি

ছোট ব্যবসা হোক কিংবা বড় ব্যবসা Trade License থাকা আবশ্যক। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা সম্পূর্ণ অবৈধ। এছাড়াও যদি কোন দোকান থাকে, সেটা হতে পারে সাইবার ক্যাফ এর দোকান বা অন্য কোনো দোকান তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। এখন বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আগে ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য উদ্যাম রেজিস্ট্রেশন নাম্বার না থাকলেও আবেদন করা যেত। কিন্তু এখন Udyam Registration Number থাকলে তবেই আবেদন করতে পারবেন Trade License এর জন্য। তবে চিন্তা করার কোনো কারণ নেই, এই উদ্যাম রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ন বিনামূল্যে অনলাইনে আবেদন করে পেয়ে যাবেন। প্রথমে আপনাকে উদ্যাম রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হবে তারপর ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ন পদ্ধতি নীচে দেওয়া হলো।

Trade License
Trade License

প্রথম ধাপ :-

কিভাবে Udyam Registration Number পাবেন ?

  1. প্রথমে উদ্যাম রেজিস্ট্রেশন ওয়েবসাইট udyamregistration.gov.in এ যেতে হবে।
  2. এরপর ‘For New Entrepreneurs who are not Registered yet as MSME or those with EM-II’ এ ক্লিক করতে হবে।
  3. এরপর আপনার আধার নম্বর এবং আধার কার্ডে আপনার যে নামটি আছে সেটি লিখে Validate & Generate OTP বোতামে ক্লিক করতে হবে।
  4. আপনার আধার কার্ডে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে Validate এ ক্লিক করতে হবে।
  5. এরপর Type of Organisation সিলেক্ট করতে হবে এবং প্যান কার্ড নম্বর লিখে PAN Validate বোতামে ক্লিক করে Continue এ ক্লিক করতে হবে।
  6. এরপর Do you have GSTIN? Yes/ No/ Exempted যেকোনো একটি সিলেক্ট করুন (যদি GST নম্বর না থাকে তাহলে No করুন)।
  7. এরপর আপনার মোবাইল নম্বর, ইমেইল আইডি, জেন্ডার সিলেক্ট করতে হবে।
  8. এরপর এন্টারপ্রাইজ নাম, ইউনিট নাম, ইউনিটের ঠিকানা, অফিসিয়াল ঠিকানা লিখতে হবে।
  9. এরপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Submit & Get Final OTP বোতামে ক্লিক করতে হবে।
  10. এরপর OTP বসিয়ে ক্যাপচা কোড লিখে Final Submit বোতামে ক্লিক করতে হবে।
  11. ক্লিক করার পর আপনার Udyam Registration Number স্ক্রিনে শো হবে। এটিকে স্ক্রীনশট বা কোথাও লিখে রাখুন।

Udyam Registration Certificate ডাউনলোড পদ্ধতি

  1. এই উদ্যাম রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য Print Certificate এ ক্লিক করে উদ্যাম রেজিস্ট্রেশন নাম্বার ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে Validate & Generate OTP বোতামে ক্লিক করতে হবে।
  2. এরপর OTP বসিয়ে Validate OTP & Login বোতামে ক্লিক করতে হবে।
  3. এরপর আপনার সার্টিফিকেট দেখতে পাবেন এবং Print Certificate অপশনে ক্লিক করে Udyam Registration Certificate Download করে নিন।

দ্বিতীয় ধাপ :-

Trade License আবেদনের ফর্ম ফিলাপ পদ্ধতি

Udyam Registration Number বের করার পর নিচের এই ধাপটি অনুসরণ করুন –

  1. প্রথমে পশ্চিমবঙ্গ শিল্পসাথী ওয়েবসাইট silpasathi.wb.gov.in এ যেতে হবে।
  2. এরপর Apply Online বা Online Single Window Portal এ ক্লিক করতে হবে।
  3. এরপর Create New এ ক্লিক করতে হবে।
  4. MSME Sector (UDYAM) অপশন সিলেক্ট করে Udyam Registration Number লিখে Continue বোতামে ক্লিক করতে হবে।
  5. এরপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে যেটি আপনি রাখতে চান।
  6. এরপর Register এ ক্লিক করে OTP ভেরিফাই করতে হবে।
  7. এরপর ALL SERVICES অপশনে ক্লিক করতে হবে।
  8. এরপর Search এ Trade লিখে সার্চ করতে হবে।
  9. এরপর P & RD তে টিক চিহ্ন দিয়ে Create CAF এ ক্লিক করতে হবে।
  10. এরপর Apply Online অপশনে ক্লিক করতে হবে।
  11. ক্লিক করলে আপনার সামনে ট্রেড লাইসেন্স আবেদন ফর্ম চলে আসবে, সেখানে নিজের যাবতীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করে Save & Continue এ ক্লিক করতে হবে।
  12. এরপর ID PROOF এ আধার কার্ড PDF ফাইল বানিয়ে আপলোড করতে হবে (মনে রাখবেন, PDF ফাইল পাসওয়ার্ড প্রটেক্টেড যেন না থাকে)।
  13. LAND RECORD PDF ফাইল বানিয়ে আপলোড করতে হবে।
  14. এরপর Save & Continue এ ক্লিক করতে হবে।
  15. পরবর্তী পেজে আপনাকে পেমেন্ট করতে হবে।
  16. পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি Approved / Complete হয়ে যাবে।
  17. কিভাবে Trade License Download করবেন নিচের ধাপটি অনুসরণ করুন।
❖  Related Articles

কিভাবে Trade License Download করবেন?

  • শিল্পসাথী পোর্টালের Dashboard এ গিয়ে Download Certificate অপশনে ক্লিক করতে হবে।
  • আবার Download Certificate অপশনে ক্লিক করলে ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।

ট্রেড লাইসেন্স আবেদনের সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন

  • PDF ফাইলের সাইজ 16KB -র মধ্যে হতে হবে।
  • কোনো পাসওয়ার্ড প্রটেক্টেড PDF ফাইল হবে না।
  • প্রথমে আপনাকে Udyam Registration Number বের করতে হবে।
Udyam Registration অফিসিয়াল ওয়েবসাইটClick Here
Trade License অফিসিয়াল ওয়েবসাইটClick Here

আরও পড়ুন » ভোটার কার্ডে নিজের ছবি নিজেই চিনতে পারছেন না? বদলে নিন অনলাইনে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin