5696 শূন্যপদে ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | RRB ALP Recruitment 2024

RRB ALP Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস (RRB) এর তরফে ৫৬৯৬ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.CEN 01/2024
নিয়োগকারী সংস্থা/ বোর্ডRailway Recruitment Boards (RRB)
পদের নামAssistant Loco Pilot (ALP)
মোট শূন্যপদের সংখ্যা5696
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটhttps://indianrailways.gov.in/
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

RRB ALP Recruitment 2024 – Full Details

পদের নাম

এখানে Assistant Loco Pilot (ALP) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা

RRB ALP Recruitment 2024 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে মোট ৫৬৯৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ০১-০৭-২০২৪ তারিখ অনুযায়ী। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৯,৯০০/- টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

RRB ALP Recruitment 2024 আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

  • প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitmentrrb.in এ যেতে হবে।
  • এরপর Apply অপশনে ক্লিক করে Create An Account এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর login করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র।
  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে) (PDF, সাইজ 500KB-র মধ্যে হতে হবে)।
  • সাম্প্রতিক তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPEG, সাইজ 30KB – 70KB-র মধ্যে হতে হবে)
  • নিজের সিগনেচার (JPEG, সাইজ 30KB – 70KB-র মধ্যে হতে হবে)
  • অন্যান্য ডকুমেন্টস।

আরও পড়ুন » Yoggyshree Scheme – রাজ্যে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা মিলবে

নির্বাচন প্রক্রিয়া

  • প্রথম ধাপ অনলাইনে লিখিত পরীক্ষা (CBT-1)
  • দ্বিতীয় ধাপ অনলাইনে লিখিত পরীক্ষা (CBT-2)
  • Computer Based Aptitude Test (CBAT)
  • Document Verification (DV)
  • Medical Examination (ME)

আবেদন ফি

সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য৫০০/- টাকা
SC, ST, Female, Ex-Servicemen, Transgender, Minorities or EBC -দের জন্য২৫০/- টাকা

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৯-০১-২০২৪
আবেদন শুরু২০-০১-২০২৪
আবেদন শেষ১৯-০২-২০২৪

**RRB ALP Recruitment 2024 এই নিয়োগের সম্পর্কে আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটhttps://indianrailways.gov.in/
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin