পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার সরিষার রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলের তরফে সম্প্রতি শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা Part Time Assistant Teacher পদে আবেদন করতে পারবেন। এখানে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | Ramakrishna Mission Sarada Mandir Girls’ School |
পদের নাম | Part Time Assistant Teacher |
মোট শূন্যপদ | ১৪ টি |
বেতন (₹) | আলোচনা সাপেক্ষে |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫ এপ্রিল, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.rkmsarisha.org |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Ramkrishna Mission Sarada Mandir Girls School Sarisha Assistant Teacher Recruitment 2023
পদের নাম– বিভিন্ন সাবজেক্টে Part Time Assistant Teacher পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ– মোট ১৪ টি শূন্যপদে শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা– উক্ত শিক্ষিকা পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় মহিলা নাগরিক হতে হবে। প্রত্যেক চাকরিপ্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক / মাস্টার ডিগ্রি সহ B.Ed পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা– ০১.০১.২০২৩ তারিখ অনুসারে বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন– এখানে নিযুক্ত প্রার্থীদের আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর কপি সংযুক্ত করতে হবে। এরপর প্রার্থীদের সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলের নির্দিষ্ট দপ্তরে গিয়ে জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র
- সমস্ত প্রাসঙ্গিক মার্ক শীট এবং সার্টিফিকেট
- আধার কার্ড, ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (স্ব-প্রত্যয়িত)
নিয়োগ প্রক্রিয়া
রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলে Part Time Assistant Teacher পদে সরাসরি ইন্টারভিউ (Interview) এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
- আবেদনের শেষ তারিখ – ২৫ এপ্রিল, ২০২৩
ইন্টারভিউ এর তারিখ–
i) 27.04.2023 (Time 12.00 noon) : PHYS, CHEM, POL SC., PHIL
ii) 28.04.2023 (Time 12.00 noon) : MATH, BIOS, HIST, GEOG, BNGA
iii) 29.04.2023 (Time 12.00 noon) : STAT, COMP SC., ECON, NUTRITION, ENGB
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- MORE JOB UPDATE:- CLICK HERE