PAN Card New Portal Launch: আপনারা জানেন আধার কার্ডের মতো প্যান কার্ড হলো একটি গুরুত্বপূর্ন ডকুমেন্ট। তাই প্যান কার্ড ছাড়া ব্যাঙ্কিং লেনদেন এবং আরও অন্যান্য কাজ করা সম্ভব নয়। তাই প্যান কার্ড থাকা বা প্যান কার্ড নির্ভুল থাকা খুবই দরকার। অনেকেই আছেন প্যান কার্ড অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন বা সংশোধন করতে পারে না, এর সুবিধার কথা ভেবে আয়কর
PAN Card New Portal Launch: আপনাদের জন্য বিরাট বড় সুখবর, এখন প্যান কার্ডের সমস্ত কাজ UMAANG App এর মধ্যে করতে পারবেন। যেমন, প্যান কার্ড সংশোধন বা নতুন প্যান কার্ডের জন্য আবেদন বা প্যান কার্ড ডাউনলোড ইত্যাদি কাজ করা হয়েছে সহজ।
বন্ধুরা, আমরা আপনাকে বলব যে, কিভাবে UMAANG App-এর মাধ্যমে প্যান কার্ডের Services ব্যবহার করবেন এবং কিভাবে এর সুবিধা পাবেন? আমরা এই নিবন্ধে PAN Card New Portal Launch সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনাদের নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে হবে।
বিনামূল্যে মাত্র 5 মিনিটে সঙ্গে সঙ্গে প্যান কার্ড বানিয়ে নিন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি
কিভাবে প্যান কার্ডের সমস্ত কাজ করতে পারবেন? (PAN Card New Portal Launch)
- সবার প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে UMAANG App ডাউনলোড করে নিতে হবে,
- এরপর অ্যাপটি ওপেন করুন,
- ওপেন করার পর অ্যাপের Dashboard এ চলে আসবেন,

- এরপর All Services অপশনে ক্লিক করুন,
- এখানে দেখতে পাবেন UMAANG অ্যাপে শুধু প্যান কার্ড নয় সরকারি আরও অনেক পরিষেবা উপলব্ধ রয়েছে,
- এরপর Search অপশনে ক্লিক করে My PAN লিখে সার্চ করুন,

- এরপর DEPARTMENT অপশনে ক্লিক করে My PAN অপশনে ক্লিক করুন,
- এরপর আপনি দেখতে পাবেন প্যান কার্ড সম্পর্কিত পরিষেবাগুলি উপলব্ধ রয়েছে,
- আপনি আপনার প্রয়োজন মতো পরিষেবাগুলির লাভ ওঠাতে পারেন,

- এখন থেকে আপনি প্যান কার্ড সংশোধন, নতুন প্যান কার্ডের জন্য আবেদন, প্যান কার্ড আবেদনের স্ট্যাটাস চেক, প্যান কার্ড ডাউনলোড ইত্যাদি কাজ করতে পারবেন।
আপনাদের এই টুকুই আপডেট দেওয়ার ছিলো। এর পরবর্তী নিবন্ধে (Article) বলবো যে, এই পরিষেবা অর্থাৎ UMAANG অ্যাপের মাধ্যমে নতুন প্যান কার্ডের জন্য আবেদন, প্যান কার্ড সংশোধন, প্যান কার্ডের স্ট্যাটাস চেক, প্যান কার্ড ডাউনলোড কিভাবে করবেন, এই বিষয়ে আলোচনা করবো।