PF থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন! দিতে হবে ট্যাক্স

New PF Withdrawal Rule: বাজেটের পরেই EPFO থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন এলো। এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন PF ধারীদের জন্য এক সুখবর দিয়েছে। এখন পিএফ থেকে টাকা টাকা তুলতে গেলে আপনাকে ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হারে TDS দিতে হবে। যদি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকে বা না থাকে, এই নিয়ম উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক যে, এই নতুন নিয়ম কবে থেকে কার্যকরী হবে।

১ লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন এনেছে। এই বড় পরিবর্তন অনুযায়ী, যদি কোনো PF অ্যাকাউন্ট হোল্ডার ৫ বছরের মধ্যে পিএফ থেকে টাকা তোলেন তবে ২০ শতাংশ হারে TDS দিতে হবে। কিন্তু আগে দিতে হতো ৩০ শতাংশ হারে। এই নিয়ম ১ এপ্রিল ২০২৩ থেকে সারা দেশে কার্যকরী হবে। যদি আপনি ১ এপ্রিল ২০২৩ -এর আগে পিএফ থেকে টাকা তোলেন তবে আপনাকে আগের মতো অর্থাৎ ৩০ শতাংশ হারে TDS দিতে হবে।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

PF-এর টাকা ১০ দিনে চলে আসবে অ্যাকাউন্টে! এইভাবে করুন আবেদন।

PAN Card Update: এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, বিপদ এড়াতে সতর্ক হোন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin