রাজ্যের জেলা আদালতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই এখানে চাকরির আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement No. | 04/DLSA/JGM/2023 |
নিয়োগকারী সংস্থা | Office of the District Legal Services Authority, Jhargram |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১ জুলাই, ২০২৩ |
কাজের স্থান | ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল সাইট | jhargram.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
Jhargram District Court Stenographer Recruitment 2023
পদের নাম (Post Name)
P.A./ Stenographer পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসঙ্গে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার এবং প্রিন্টের অপারেশনে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের এখানে চাকরির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট jhargram.gov.in এ গিয়ে Notice → Recruitment অপশনে ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্র ডাউনলোড করতে হবে (তবে প্রার্থীরা এই প্রতিবেদনের নীচে দেওয়া Download Now লিংকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারেন)। এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
**আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Chairman, District Legal Services Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, Pin- 721507
প্রয়োজনীয় ডকুমেন্টস
- ভোটার কার্ড/ আধার কার্ড,
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র,
- তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, ইত্যাদি।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন ফি (Application fee)
আবেদন করার জন্য ৩৫০/- টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি জমা করতে হবে দপ্তরের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। Bank Account Number – 40220933200 এবং IFSC Code – SBIN0000103
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৩.০৭.২০২৩ |
আবেদন শুরু | ১৫.০৭.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন ফর্ম | Download Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | jhargram.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 MORE JOBS UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ
🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ
🔥 কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ৩০০ টি শূন্যপদ