চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

Chittaranjan National Cancer Institute এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। জেনে নিন বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে।

 Advertisement No. – 657/2023

পদের নাম – হেলথ ওয়ার্কার (Health Worker)

শূন্য পদের সংখ্যা – 2 টি

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে। পাশাপশি কম্পিউটার কাজে অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা – প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

মাসিক বেতন – 20,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

রাজ্যে স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন পদ্ধতি – এক্ষেত্রে প্রার্থীকে আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে করে নিয়ে ইন্টারভিউয়ের স্থানে হাজির হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান – CNCI Hazra Campus

ইন্টারভিউয়ের তারিখ ও সময় – 04.03.2023, সময় সকাল 10 টা।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official NotificationDownload
Official WebsiteClick Here
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

Join Join