ICDS Anganwadi Helper Recruitment 2023 : রাজ্যের দার্জিলিং জেলার মহিলা চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। সম্প্রতি দার্জিলিং জেলার বিভিন্ন ICDS কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। সেই মর্মে দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন করার জন্য ওই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।
আপনাদের জানিয়ে রাখি যে, এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও, তারা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | ICDS Project, Darjeeling |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ৫ ডিসেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | darjeeling.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
ICDS Anganwadi Helper Recruitment 2023
পদের নাম
- অঙ্গনওয়াড়ি সহায়িকা
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ১৫৬ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকা সকল মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের দার্জিলিং জেলার সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরি খবর » নভেম্বর মাসে কি কি চাকরির আবেদন চলছে এক নজরে দেখে নিন।
কোথায় নিয়োগ হবে ?
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বিভিন্ন ব্লকের ICDS কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে। সেগুলি হলো – Darjeeling Pulbazar, Darjeeling (U), Rangli Rangliot, Jorebunglow, Jorebunglow-Sukhiapokhri, Kurseong, Mirik. এই সমস্ত ব্লকের কোন কোন ICDS কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে তা বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে উক্ত ব্লকের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।
কি ভাবে আবেদন করবেন?
ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনে (Offline)। এর জন্য নিচের লিংকে ক্লিক করে নিজের ব্লকের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। তারপর বিজ্ঞপ্তিতে থাকা আবেদন ফর্মটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নিজেদের BDO অফিসে গিয়ে জমা করতে হবে।
আপনাদের অনুরোধ করা হচ্ছে যে, আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়বেন, তারপর সঠিকভাবে আবেদন করবেন।
চাকরি খবর » জেলার প্রাথমিক স্কুলে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে আবেদন করুন
প্রয়োজনীয় ডকুমেন্টস
নিচের সমস্ত নথিপত্রের জেরক্স কপিতে নিজের সাক্ষর করে আবেদন ফর্মের সঙ্গে যুক্ত করে জমা করবেন।
- পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড),
- বয়সের প্রমাণপত্র,
- বসবাসের প্রমাণপত্র,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট,
- কাস্ট সার্টিফিকেট / প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- সাম্প্রতিক তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যেখানে লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯.১১.২০২৩ |
আবেদন শুরু | ১০.১১.২০২৩ |
আবেদন শেষ | ০৫.১২.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন ফর্ম | Download Form |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | darjeeling.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »