IREL Recruitment 2023 – চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (IREL) -এর পক্ষ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা বাড়িতে বসে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
Advertisement No. | CO/HRM/20/2023 |
নিয়োগকারী সংস্থা | Indian Rare Earths Limited (IREL) |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৪ নভেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.irel.co.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
IREL Recruitment 2023
পদের নাম
IREL Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল –
- Junior Rajbhasha Adhikari
- Junior Supervisor (Chemical)
- Junior Supervisor (Admin)
- Mining Mate
- Mining Surveyor
- Mining Foreman
- Supervisor (Electrical)
- Supervisor (Civil)
- Supervisor (Finance)
শিক্ষাগত যোগ্যতা
এখানে মোট ৯ ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। নির্দিষ্ট কোনো পদের জন্য চাওয়া যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা সম্পর্কে জানতে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং ভালোভাবে পড়ুন।
বয়স সীমা
এখানে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন
Junior Rajbhasha Adhikari, Junior Supervisor (Chemical), Junior Supervisor (Admin), Mining Mate,Mining Surveyor এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা ৬৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং Mining Foreman, Supervisor (Electrical), Supervisor (Civil), Supervisor (Finance) এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২৬,৫০০/- টাকা ৭২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ
কি ভাবে আবেদন করবেন?
ভর্তিদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন পদ্ধতি নিম্নরূপ –
- সবার প্রথমে IREL এর অফিসিয়াল ওয়েবসাইট www.irel.co.in এ গিয়ে Careers সেকশনে গিয়ে APPLY ONLINE লিংকে ক্লিক করতে হবে।
- তারপর সমস্ত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
- তারপর অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে, সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট কেন করে আপলোড করতে হবে।
- আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
- সবশেষে সামিট বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
- অনলাইন আবেদনের শেষে আবেদনের কপি প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখুন।
নির্বাচন প্রক্রিয়া
Skill Test/ Trade Test/ Computer Proficiency Test এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি
General (UR), EWS এবং OBC (NCL) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ ST/ PwBD/ ESM প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে অনলাইনে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।
গুরুত্বপূর্ন তারিখ (IREL Recruitment 2023)
আবেদন শুরু | ৩০.১০.২০২৩ |
আবেদন শেষ | ১৪.১১.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.irel.co.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »
- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে চাকরি
- IIT খড়গপুরে ১৮২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- 677 টি শূন্যপদে ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মখালি
- রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন বিভাগে 390 জন কর্মী নিয়োগ
- ভারতীয় ইস্পাত সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে
- ন্যাশনাল ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি