চার হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন | Govt Job Requirement 2022

শূন্য পদের তথ্য

মোট শূন্য পদ4014 টি
পদের নাম1. প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT)
2. স্নাতকোত্তর শিক্ষক (PGT)
3. বিবিধ বিষয়ে শিক্ষক
4
. অধ্যক্ষ বা প্রধান

শিক্ষাগত যোগ্যতা

  1. অধ্যক্ষ পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং B.Ed পাশ হতে হবে। এছাড়াও অধ্যক্ষ পদের প্রার্থীদের ওই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  2. শিক্ষক পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষায় (CTET) পাশ হতে হবে। পাশাপাশি B.Ed ডিগ্রি থাকতে হবে এবং একই সঙ্গে ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে, অফলাইন মাধ্যমের কোনো সুযোগ উপলব্ধ নেই।

  1. সবার প্রথমে চাকরি প্রার্থীদের এর অফিসিয়াল ওয়েবসাইটে https://kvsangathan.nic.in যেতে হবে।
  2. এরপর সাইটে আবেদন ফর্মটি (Application Form) খুলে নিতে হবে।
  3. তারপর, আবেদন ফর্মে আবেদনকারীর নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ লিখতে হবে।
  4. তারপর, আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে।
  5. সবশেষে চাকরি প্রার্থীর নিজের সিগনেচার আপলোড করতে হবে।
  6. আবেদন ফর্ম সাবমিট করে আবেদন ফর্মের প্রিন্ট আউট বের করে নিতে হবে।

নিয়োগ পদ্ধতি

  1. প্রাথমিকভাবে বাছাই করার জন্য গোটা দেশ ব্যাপী আবেদনকারীদের প্রার্থীদের প্রথমে একটি অনলাইন পরীক্ষা দিতে হবে।
  2. প্রথম পর্যায়ের এই অনলাইন পরীক্ষাটি দিল্লির ন্যাশানাল কাউন্সিল (NCR) দ্বারা পরিচালিত হবে।
  3. ওই অনলাইন পরীক্ষার পর যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  4. তারপর যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে।
  5. সবশেষে উত্তীর্ণ প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

আবেদন ফি

পদের নামআবেদন ফি
অধ্যক্ষ বা প্রধান পদ2000 টাকা
স্নাতকোত্তর শিক্ষক (PGT)1800 টাকা
প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT)1500 টাকা

মাসিক বেতন

পদের নামমাসিক বেতন
অধ্যক্ষ বা প্রধান পদ78,800 থেকে 2,09,200 টাকা
স্নাতকোত্তর শিক্ষক পদ (PGT)47,600 থেকে 1,51,100 টাকা
প্রশিক্ষিত স্নাতক শিক্ষক পদ (TGT)44,900 থেকে 1,42,400 টাকা
বিবিধ বিষয়ে শিক্ষক পদ44,900 থেকে 1,42,400 টাকা

আবেদনের সময়সীমা

উল্লেখিত পদগুলির ক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ হল – 16.11.2022

PM Kisan Yojana 13th Installment Release Date 2022: পি.এম কিষাণ যোজনার আওতায় 13তম কিস্তি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin