বড় খবর, বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ বাড়লো! কতদিন পর্যন্ত পাবেন এই সুবিধা?

আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বড় স্বস্তির খাবার দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। বিনামূল্যে আধার কার্ড আপডেট (Free Aadhaar Card Update) করার সময় বৃদ্ধি করলো UIDAI. আধার কার্ড আপডেট করার অফিসিয়াল ওয়েবসাইট UIDAI এর নিয়ম অনুযায়ী, বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ পাওয়া যাচ্ছিল ডিসেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। এবার UIDAI -এর তরফে জানানো হয়েছে, বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ আরো তিন মাসের জন্য বাড়ানো হয়েছে।

সম্প্রতি এক বিবৃতি জারি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফে জানানো হয়েছে যে, বিগত দিনগুলিতে দেশবাসীর কাছ থেকে ভালো প্রতিক্রিয়া মেলায় আরও তিনমাস বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে আগামী তিন মাস পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। অর্থাৎ, ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ পাবেন দেশবাসীরা

❖  Related Articles

তবে শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে এই বিনামূল্যে পরিষেবা (Free Aadhaar Card Update)। যদি আপনি সেন্টার এগিয়ে আপডেট করেন তবে আপনাকে এর জন্য ৫০ টাকা দিতে হবে। UIDAI এর তরফে জানানো হয়েছে, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক। আধার সংক্রান্ত প্রতারণা রুখতেই এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

free aadhaar card update deadline extended
Free Aadhaar card update deadline extended

কিভাবে Aadhaar Card Update করবেন?

  • প্রথমে মাই আধার ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে।
  • এরপর Login অপশনে ক্লিক করে আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি দিয়ে OTP ভেরিফাই করে লগইন করতে হবে।
  • এরপরে Document Update অপশনে গিয়ে তথ্য যাচাই করে Next বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর Proof of Identity (POI) Document সিলেক্ট করে সেই সম্পর্কিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ঠিক একইভাবে Proof of Address (POA) Document সিলেক্ট করে সেই সম্পর্কিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে, Submit বোতামে ক্লিক করতে হবে।
  • সাবমিট করার পর Acknowledgement Slip পাবেন সেটি ডাউনলোড করে সঙ্গে রাখুন, ভবিষ্যতে আপডেট স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।

অবশ্যই পড়ুন » রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার ক্যাম্প। আপনার এলাকায় কবে থেকে শুরু? কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

কিভাবে আপডেট স্ট্যাটাস চেক করবেন ?

  • প্রথমে মাই আধার ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে।
  • এরপর Check Enrolment & Update Status অপশনে যেতে হবে।
  • এখানে Acknowledgement Slip এ থাকা SRN নম্বর লিখে Submit করলে আপডেট স্ট্যাটাস দেখতে পাবেন।
❖  Related Articles

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin