পূর্ব মেদিনীপুরে রয়েছে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন| Purba Medinipur Job Vacancy

আপনি কি পার্সেল ডেলিভারি বয় চাকরি খোঁজে রয়েছেন? ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রোগ্রামের অধীনে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ‘জব ড্রাইভ’ (Job Drive) কর্মসূচি ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে Delhivery কুরিয়ার সার্ভিস কোম্পানিতে পার্সেল ডেলিভারি বয় পদে প্রচুর চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগকারী কর্মকর্তারা এসে এই তারিখে ইন্টারভিউ নেবেন। এখানে শুধুমাত্র পুরুষ চাকরি প্রার্থীরা চাকরির জন্য ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

বিঃ দ্রঃ – প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Egra Job Drive Delhivery Limited Job Vacancy 2023

কোম্পানির নাম

Delhivery Limited

পদের নাম

  • পার্সেল ডেলিভারি বয়

মোট শূন্যপদের সংখ্যা

বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা নেই।

শিক্ষাগত যোগ্যতা

নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে মোটর বাইক চালানো জানতে হবে।

বয়স সীমা

আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও PF, ESIC, Free Mobile Recharge (Every Month) সহ আরো অনেক সুবিধা পাবেন।

নতুন চাকরির খবরঃ এয়ারপোর্টে চাকরি করতে চান? মাধ্যমিক পাশে নিয়োগ চলছে

কিভাবে (Egra Job Drive Delhivery Limited Job Vacancy 2023) আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ১৪.০৯.২০২৩ তারিখ সকাল সাড়ে ১০ টার সময় ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউর নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন – এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কপি, মাধ্যমিক পাশ সার্টিফিকেট, আধার কার্ড এবং বায়োডাটা সঙ্গে করে নিয়ে যাবেন।

স্থান

Egra Employment Exchange Office

কর্মস্থল

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পোস্টিং দেওয়া হবে।

হেল্পলাইন নম্বর

আরও জানতে এবং কোনো রকম সমস্যা হলে এই নম্বরে যোগাযোগ করুন – 03220 244629

অফিসিয়াল বিজ্ঞপ্তি

Egra Job Drive Delhivery Limited Job Vacancy 2023
Amazon Great Indian Festival Sale
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin