রাজ্যে স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Published on:
Jalpaiguri district guest teacher recruitment

Advertisement No. – 292/PO-DWJ/BCW

- Advertisement -

১) পদের নাম – Guest Teacher

শূন্য পদের সংখ্যা – 2 টি (Physics, Economics)

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Post Graduate পাশ সহ B.Ed পাশ করে থাকতে হবে।

- Advertisement -

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন – নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন 12,000 টাকা দেওয়া হবে।

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে হাউস স্টাফ কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

আবেদন পদ্ধতি – আবেদনকারী প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার কোনো সুবিধা নেই। প্রথমে আপনাকে আমাদের এই প্রতিবেদনে নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে মুখ বন্ধ খামে ভরে আবেদনপত্র জমা করার সময়সীমার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস –

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স
  • বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Project Officer-cum-District welfare officer, Backward classes welfare & Tribal Development Department, shivaji Road, Hakimpara, PO & Dist-Jalpaiguri, PIN-735101

আবেদনের শেষ তারিখ – আবেদন করতে হবে 6 মার্চ 2023 অর্থাৎ 06.03.2023 তারিখের মধ্যে।

Official NotificationDownload
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush