Bank Holidays in December 2023 – ডিসেম্বর মাসে টানা ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন

Published on:
Bank Holidays in December 2023

Bank Holidays in December 2023 – আগামী ডিসেম্বর মাসে দেশের ব্যাঙ্কগুলি ১৮ দিনের জন্য বন্ধ থাকবে। যদি আপনাকে ডিসেম্বর মাসে টাকা তোলা বা টাকা জমা দেওয়া, চেক জমা দেওয়া, পাসবুক বা চেকবুকের মত গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য ব্যাংকে যেতে হয়, তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যাঙ্ক ছুটির তালিকা অবশ্যই দেখে বেরোনো উচিত। নইলে খুব সমস্যায় পড়তে হতে পারে।

- Advertisement -

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুসারে, শনি ও রবিবার সহ ডিসেম্বর মাসে মোট ১৮ দিন দেশের ব্যাংকগুলি বন্ধ থাকবে। সুতরাং, হিসেব অনুযায়ী ডিসেম্বর ২০২৩ এ মাত্র ১৩ দিনে দেশের সাধারণ মানুষদের নিজেদের সমস্ত ব্যাংকিং কাজ সেরে নিতে হবে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কতগুলি ছুটি থাকবে এবং কোন কোন দিন কোন রাজ্যে ছুটি থাকবে, দেখে নিন ডিসেম্বর মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা থেকে।

Bank Holidays in December 2023

১ ডিসেম্বর, ২০২৩রাজ্য উদ্বোধন দিবসের কারণে এই দিনে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
৩ ডিসেম্বর ২০২৩রবিবারের জন্য স্বাভাবিকভাবেই সারা দেশে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
৪ ডিসেম্বর ২০২৩সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের কারণে গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৯ ডিসেম্বর ২০২৩দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।
১০ ডিসেম্বর ২০২৩এই দিনে রবিবারের কারণে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
১২ ডিসেম্বর ২০২৩মেঘালয়ে পা-টোগান নেংমিঞ্জা সাংমার কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
১৩ ডিসেম্বর ২০২৩লোসুং / নামসুং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৪ ডিসেম্বর ২০২৩লোসুং / নামসুং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৭ ডিসেম্বর ২০২৩এই দিন রবিবারের কারণে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে
১৮ ডিসেম্বর ২০২৩মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকীর কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৯ ডিসেম্বর ২০২৩গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।
২৩ ডিসেম্বর ২০২৩চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২৪ ডিসেম্বর ২০২৩রবিবারের জন্য স্বাভাবিকভাবেই সারা দেশে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
২৫ ডিসেম্বর ২০২৩ক্রিসমাসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
২৬ ডিসেম্বর ২০২৩মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ক্রিসমাস উদযাপনের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২৭ ডিসেম্বর ২০২৩ক্রিসমাসের কারণে নাগাল্যান্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৩০ ডিসেম্বর ২০২৩U Kiang Nangbah -এর কারণে মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৩রবিবারের জন্য স্বাভাবিকভাবেই সারা দেশে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।

অবশ্যই দেখুন » ১ ডিসেম্বর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই জনপ্রিয় সুবিধা বন্ধ হচ্ছে, PNB গ্রাহক হলে অবশ্যই দেখুন

- Advertisement -

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush