মাধ্যমিক পাশে অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

কেন্দ্রীয় সরকারের তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারত অর্থাৎ যেকোনো জেলার প্রার্থীরা এই নিয়োগে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হয়েছে।

পদের নাম – Technical and Tradesmen

মোট শুন্যপদের সংখ্যা – 616 টি (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 12 টি শূন্যপদ)

যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে – Clerk, Religious Teacher, Electrician, Fitter, Plumber, Female Safai, Cook

শিক্ষাগত যোগ্যতা – আলাদা আলাদা পদের ক্ষেত্রে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি – আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এই প্রতিবেদনে নীচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ – আবেদন করতে হবে 19.03.2023 তারিখের মধ্যে।

আরও পড়ুন – রাজ্যে ভারত ইলেকট্রনিক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন প্রতিমাসে 40 হাজার টাকা

Official NoticeDownload
Official WebsiteClick Here
Join Our WhatsApp GroupJoin Now
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin