WB TET Exam 2023: ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগ, চলতি বছরের ১০ ডিসেম্বর টেট পরীক্ষা

চলতি বছরের টেট পরীক্ষার (WB TET Exam 2023) দিন ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর (রবিবার) এ বছরের টেট পরীক্ষার আয়োজন করা হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ বুধবারই। ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু। কারা এ বছর টেট দিতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, সাংবাদিক বৈঠকে তা-ও জানিয়েছেন পর্ষদ সভাপতি।

গত বছর টেট পরীক্ষা হয়েছিল ১১ ডিসেম্বর এবং তা পাঁচ বছরের পর ওই পরীক্ষাটি হয়েছিল। সেই সময়ে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন যে, প্রত্যেক বছর নিয়ম টেট পরীক্ষা হবে। সুতরাং, এই বছরেও টেট পরীক্ষার আয়োজন করা হয়েছে ডিসেম্বর মাসে।

পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, ‘‘২০২৩ সালের টেট ডিসেম্বরের ১০ তারিখে সম্পন্ন হবে। ওয়েবসাইটে বুধবারই বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে টেটের ফর্ম ফিলাপ (WB TET Form Fillup 2023) করতে পারবেন।

বিএড যাঁরা করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এ বছর টেটে বসতে পারবেন না। কিন্তু ডিএলএড সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা চলতি বছর টেট দিতে পারবেন। গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও এ বছর ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন।

গতবারের মতো এবারও সিসিটিভি, বায়োমেট্রিক সহ অন্যান্য বিধিনিষেধ থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

Official Notification : Download

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

Join Join