আজ প্রকাশিত হলো মাধ্যমিকের রেজাল্ট, এক ক্লিকে জেনে নিন রেজাল্ট | WB Madhyamik Results 2023

আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। বেলা ১২ টা থেকে অনলাইনে ওয়েবসাইট মারফত দেখা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রেজাল্ট দেখতে নিচের স্টেপগুলো ফলো করুন –

কীভাবে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন?

১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -এ যেতে হবে।

২) এরপর West Bengal Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination – 2023 অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর নতুন পেজ খুলে আসবে। সেখানে পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে লিখতে হবে।

৪) সবশেষে Submit অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, কোন গ্রেড পেয়েছে, মোট কত নম্বর পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য দেখতে পাবেন।

৫) চাইলে মাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।

উপরোক্ত দুই ওয়েবসাইট ছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট এবং অ্যাপের মারফত রেজাল্ট দেখা যাবে। সেগুলি হলো –

  • www.exametc.com
  • www.indiaresults.com
  • www.results.shiksha
  • www.schools9.com
  • www.jagranjosh.com
  • www.vidyavision.com
  • www.fastresult.in
  • www.anandabazar.com
  • www.sangbadpratidin.in
  • https://bengali.news18.com/
  • bangla.hindustantimes.com

Madhyamik Results 2023, Exametc.com, FASTRESULT অ্যাপের মারফত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।

মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, ফটাফট আবেদন পদ্ধতি জেনে নিন

InfoNetBangla Telegram Channel

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin