PF Account Balance Check: আপনারও কি EPF Account আছে এবং আপনিও একজন সরকারি কর্মচারী এবং আপনার PF Account Balance Check করার বিষয়ে চিন্তিত, তাহলে চিন্তার কোনো কারন নেই আমরা এই প্রতিবেদনে এর সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা এই প্রতিবেদনে আপনাকে বলব কিভাবে PF Account Balance Check করবেন?
আপনাকে বলে রাখি যে, PF Account Balance Check করার জন্য আপনাকে অফলাইন প্রক্রিয়া ও অনলাইন প্রক্রিয়া অবলম্বন করতে হবে যার জন্য আপনার কাছে UAN/Universal Account Number এবং Password রাখতে হবে। যাতে আপনি খুব সহজে PF Account Balance Check করতে পারেন।
PF Account Balance Check Via SMS Method
- আপনারা সবাই কর্মচারী যারা নিজে নিজের PF Account Balance চেক করতে চান তাদের এই মোবাইল নম্বর 7738299899 এ SMS করে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।
PF Account Balance Check Via Missed Call Method
- PF রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই নম্বর 011 22901406 এ Missed Call দিয়ে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।
PF Account Balance Check Via Umaang Portal
- সবার প্রথমে Umaang App ডাউনলোড করতে হবে,
- এরপর অ্যাপ ওপেন করে EPFO লিখে সার্চ করতে হবে,
- এরপর আপনার UAN Number এবং Password লিখে লগইন করে দেখতে পাবেন আপনার পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স।
PF Account Balance Check Via EPFO Portal
- সবার প্রথমে আপনাকে EPFO Official Website -এ আসতে হবে,
- এরপর Services ট্যাবে For Employees অপশনে ক্লিক করতে হবে,
- এরপর SEVICES সেকশনে থাকা Member Passbook অপশনে ক্লিক করতে হবে,
- এরপর আপনার UAN Number এবং Password লিখে লগইন করতে হবে,
- এরপর আপনি আপনার পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
Important Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Click Here |
Member Passbook | Click Here |
কিভাবে EPF অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, জানুন সম্পূর্ন প্রসেস
SBI Zero Balance Account Open Instantly : অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023