How to Create PayPal Account in Bengali: আজকাল, PayPal Account ডিজিটাল লেনদেনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা কেবলমাত্র বিশ্বস্ত হিসাবে বিবেচিত হয় না বরং অত্যন্ত নির্ভরযোগ্যও বলে বিবেচিত হয়। সেই কারণেই আমরা এই নিবন্ধে আপনাকে বলব যে, আপনি কীভাবে PayPal Account তৈরি করবেন?
PayPal Account তৈরি করতে আপনাদের কিছু তথ্য আপনার কাছে রাখতে হবে, যেমন – প্যান কার্ডের তথ্য, আপনার এটিএম কার্ড/ডেবিট কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। যাতে আপনারা প্রত্যেকে সহজেই নিজের PayPal Account তৈরি করতে এবং এর সুবিধা পেতে পারেন।
এই আর্টিক্যালের শেষে আমরা আপনাকে Quick Links প্রদান করেছি যাতে আপনারা সহজেই এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।
Create PayPal Account in Bengali – Overview
Name of the Plateform | PayPal |
Name of the Article | How to Create a PayPal Account? |
Type of Article | Latest Update |
Subject of Article | How to create a PayPal Account without phone number |
Mode of Registration | Online |
Charges of Registration | NILL |
Official Website | Click Here |
Meesho App থেকে আয় করুন মাসে 20 থেকে 25 হাজার টাকা, জানুন কিভাবে?
Step By Step Process of Create a PayPal Account in Bengali
আপনি কি PayPal Account তৈরি করতে চান, তাহলে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে, যা নিম্নরূপ –
- PayPal Account তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট -এর হোম – পেজে আসতে হবে, যা নিম্নরূপ হবে –

- হোম পেজে আসার পর আপনাকে Sign Up for Free অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখন, আপনি এখানে Business Account অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর নতুন পেজ খুলে আসবে –

- এরপর, আপনার ইমেইল আইডি লিখে Submit অপশনে ক্লিক করতে হবে,

- এরপর, আবেদন ফর্ম খুলে আসবে, ফর্মটি পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার ইমেইলে OTP পাঠানো, OTP টি লিখে ভেরিফাই করতে হবে,
- সবশেষে, সাবমিট অপশনে ক্লিক করলে আপনার PayPal Account সফলভাবে তৈরি হয়েছে।
উপরের কয়েকটি স্টেপ ফলো করে আপনি আপনার PayPal Account তৈরি করতে পারবেন।
Quick Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
FAQ – How to Create PayPal Account in Bengali?
পে পাল অ্যাকাউন্ট কিভাবে বানানো যায়?
PayPal এর অফিসিয়াল ওয়েবসাইট paypal.com এ গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট বানাতে পারবেন। PayPal Mobile App বা Official Website এ গিয়ে Sign Up অপশনে ক্লিক করতে হবে। যেখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন Personal account এবং business account এখানে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাইলে personal account সিলেক্ট করে Continue এ ক্লিক করতে পারেন।