Big Update on Aadhaar Card – আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করলো UIDAI, যা সকলের জানা উচিত

Big Update on Aadhaar Card: বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা ছিল আগামী ১৪ই মার্চ পর্যন্ত। সেটা বাড়িয়ে আরও তিন মাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী ১৪ই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন গ্রাহকরা। মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) -এর তরফ থেকে বলা হয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ডধারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে ১৪ ই জুন করে দেওয়া হলো। তবে শুধুমাত্র মাই আধার পোর্টালে এই পরিষেবা পাওয়া যাবে।

আধার কার্ডে নতুন তথ্য প্রদান করার জন্য অনেকদিন ধরেই সাধারণ মানুষকে আর্জি জানিয়ে আসছে ইউএডিএআই কর্তৃপক্ষ। সশরীরে কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে যেমন সেই সমস্ত তথ্য সংশোধন করা যায়। তেমন অনলাইনেও এই কাজ করা যায়। অনলাইনে মাই আধার (My Aadhaar) পোর্টালের মাধ্যমে তথ্য আপডেট করার মাধ্যমে বিনামূল্যে এই কাজটি করা যায়।

Aadhaar Card Update Online Process 2024

  • এই কাজটি করার জন্য প্রথমেই আপনাকে মাই আধার পোর্টালে যেতে হবে।
  • তারপর হোম পেজ ‘Document Update’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Upload documents in support of identity and address’। ‘Click to Submit’-কে ক্লিক করতে হবে।
  • আরো একটি নতুন পেজ খুলে গেলে আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা দিয়ে লগইন-এ ক্লিক করতে হবে।
  • আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি এলে সেটি লিখে লগইন-এ ক্লিক করতে হবে।
  • নতুন পেজ খুলে গেলে নেক্সট অপশন এ ক্লিক করলে আপনার নিজের নাম ঠিকানা আসবে স্কিনে।
  • সেখানে ভালো করে মিলিয়ে নিয়ে আই ভেরিফাইভ ডিটেলস আর কারেক্ট, অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের নথি আপলোড করে ক্লিক করতে হবে সাবমিটে।
  • আধার একনলেজমেন্ট স্লিপ পাবেন, সেটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন।
❖  Related Articles

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin