Awas Yojana Status Check: আবাস যোজনার টাকা কবে পাবেন? বাড়িতে বসে চেক করে নিন।

কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট চেক এবং ডাউনলোড কিভাবে করবেন সেই নিয়ে জানিয়েছিলাম। আজ আমার এই প্রতিবেদনে আপনাদের জানাবো বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক (Pradhan Mantri Awas Yojana Status Check) করবেন। এই স্ট্যাটাস চেকের মাধ্যমে জানতে পারবেন আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে। এছাড়াও জানতে পারবেন এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত তথ্য।

Awas Yojana Status Check কিভাবে চেক করবেন?

  • প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে আসতে হবে,
  • এরপর মেনুবারে ক্লিক করে Stakeholders অপশনে ক্লিক করে IAY/PMAYG Beneficiary অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে,
  • যেখানে আপনাকে আপনার Registration Number লিখে Submit অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবাস যোজনার স্ট্যাটাস পেজ খুলে আসবে।
  • এখানে আপনি আপনার পার্সোনাল ডিটেইলস এবং ব্যাঙ্ক ডিটেইলস সহ আরো অন্যান্য তথ্য দেখতে পাবেন।
  • এর পাশাপাশি দেখতে পাবেন কবে নাগাদ প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন এবং প্রথম কিস্তির কত টাকা পাবেন।

আপনারা অনেকেই ভাবছেন নিজের রেজিস্ট্রেশন নম্বরটি কোথায় পাবো? রেজিস্ট্রেশন নম্বরটি বের করার জন্য আবাস যোজনার লিস্টে যেতে হবে এবং লিস্ট থেকে আপনাকে আপনার নাম খুঁজে বের করতে হবে। দেখতে পাবেন আপনার নামের পাশে রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে। আবাস যোজনার লিস্ট চেক এবং ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন –

[PDF] আবাস প্লাস ফাইনাল লিস্ট ২০২৩ চেক করুন!

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin