Aadhaar PAN Link: 1 এপ্রিল, 2023 এর আগে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। প্যান আধার কার্ড লিংক করার শেষ তারিখ হল 31 মার্চ 2023 । আয়কর বিভাগের অনুসারে, আপনি যদি 31 মার্চ 2023 তারিখের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তখন এটি কেবল একটি প্লাস্টিকের টুকরোই থেকে যাবে, যার সহজ অর্থ হল আপনি এটি কোথাও আর ব্যবহার করতে পারবেন না।
কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন? | Aadhaar PAN Link
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করতে এই কয়েকটি স্টেপ ফলো করতে হবে, যা নিম্নলিখিত –
- সবার প্রথমে আপনাকে আয়কর দফতরের এই পোর্টাল https://www.incometax.gov.in/ -এর হোম পেজে আসতে হবে,
- হোম পেজে আসার পর Quick Links সেকশনের মধ্যে Link Aadhaar অপশনে ক্লিক করুন,
- এরপর প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখে Validate অপশনে ক্লিক করুন,
- ক্লিক করার পর Link Aadhaar অপশনে ক্লিক করুন,
- পরবর্তী পেজে পুনরায় আপনার প্যান কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর লিখে Validate অপশনে ক্লিক করুন,
- এরপর Continue To Pay Through E-Pay Tax বোতামে ক্লিক করুন,
- এরপর আপনার PAN / TAN এর ঘরে আপনার প্যান নম্বর লিখুন,
- এরপর আপনার মোবাইল নম্বর Continue বোতামে ক্লিক করুন,
- ক্লিক করার পর আপনার মোবাইলে OTP পাঠানো হবে, OTP লিখে ভেরিফাই করুন,
- এরপরে Continue বোতামে ক্লিক করুন,
- এরপর নতুন একটি পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখানে দেখতে পাবেন 3 টি অপশন দেখতে পাবেন, এরমধ্যে Income Tax সেকশনে Proceed অপশনে ক্লিক করুন,
- এরপর Assessment Year সিলেক্ট করুন 2023-24,
- Type of Payment -এ সিলেক্ট করুন Other Receipt (500)
- এরপর Continue বোতামে ক্লিক করে আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, এরপর Continue বোতামে ক্লিক করুন,
- পেমেন্ট সম্পন্ন করার পর আপনি Payment Receipt পাবেন, এটি ডাউনলোড বা প্রিন্ট করে সুরক্ষিত রাখুন,
উপরের স্টেপ গুলি ফলো করে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করতে পারবেন।
প্যান আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা নিচের স্টেপগুলি ফলো করে চেক করুন –
- প্যান আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য https://www.incometax.gov.in/ পোর্টালে আসতে হবে,
- এরপর Quick Links সেকশনের মধ্যে Link Aadhaar Status অপশনে ক্লিক করুন,
- এরপর আপনার PAN Number এবং Aadhaar Number লিখুন,
- এরপর View Aadhaar Link Status অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা।
Important Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
Direct Link To PAN Aadhar Link | Click Here |