কাজের সন্ধান চাই 2024? রাজ্যে ভূমি দপ্তরে DEO পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

WB New DEO Recruitment 2024: বাংলার বিভিন্ন জেলায় সরকারী পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এমনই একটি সুখবর বীরভূম BLRO অফিসের তরফ থেকে। ডেটা এন্ট্রি অপারেটর ...

Published on:
By
Saheb
- Writer
WB New DEO Recruitment 2024

WB New DEO Recruitment 2024: বাংলার বিভিন্ন জেলায় সরকারী পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এমনই একটি সুখবর বীরভূম BLRO অফিসের তরফ থেকে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এখন সুযোগ এসেছে। ২১ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য এই পদে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

আবেদনের শেষ তারিখ ৩০/১১/২০২৪, তাই যেকোনো কাজের খোঁজে থাকা প্রার্থীদের এই সুযোগ কাছাকাছি এসে পৌঁছেছে। আপনার যদি কোনও কাজের প্রয়োজন হয় তবে আপনি এই বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারেন। যেকোনো কাজের খবর 2024 পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

WB New DEO Recruitment 2024

নিয়োগকারীবীরভূম BLRO অফিস
বিজ্ঞপ্তি নং5139/Estt./DL&LRO(B)
পদের নামডেটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ৪০টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০/১১/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটhttps://birbhum.gov.in/

WB BLRO Office Vacancy 2024

পদের নাম – ডেটা এন্ট্রি অপারেটর

মোট শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ৪০টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – যেসকল প্রার্থীরা এই পদে আবেদন করতে চান, তাদের এক কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া তাদের বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা – ২১ থেকে ৪৫ বছর। ০১/১১/২০২৪ তারিখ অনুসারে বয়স গণনা করা হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পাবেন। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • প্রথমে https://birbhum.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Notice > Recruitment > Memo No: 5139/Estt./DL&LRO(B) এ Apply Here : https://dllro.jobbirbhum.in এ ক্লিক করতে হবে।
  • এরপর Online Application :: Click Here এ ক্লিক করতে হবে।
  • এরপর নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • তারপর স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ভরতে হবে এবং নির্দিষ্ট ডকুমেন্টগুলি আপলোড দিতে হবে।
  • সব শেষে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড /মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট)
  • ঠিকানার প্রমাণ (আধার কার্ড /ভোটার কার্ড /পাসপোর্ট/ বিদ্যুৎ বিল)
  • কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট
  • মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আবেদন ফি

এই পদে আবেদনের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৪/১১/২০২৪
আবেদন শেষ৩০/১১/২০২৪

আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

🌐 অফিসিয়াল ওয়েবসাইটhttps://birbhum.gov.in/
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Here
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
📌 অন্যান্য চাকরির আপডেটClick Here
Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Saheb, a content writer in education and government schemes. I research, write, and edit articles on education and government schemes, presenting complex information clearly. I'm passionate about creating engaging, informative content that educates. In my free time, I read, travel, and spend time with loved ones. I'm always learning. Read More...
For Feedback - [email protected]
JoinJoin