রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত তথ্য

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ শ্রম ও রোজগার দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement No.412 (Dean-Joka).A.12/16/Contr.Rec./2022/Rec. cell/Vol.-I
নিয়োগকারী সংস্থাEmployees’ State Insurance Corporation (ESIC)
পদের নামবিশদ দেখুন
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমইন্টারভিউ
স্থানকলকাতা
অফিসিয়াল সাইটwww.esic.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

WB ESIC Job Vacancy 2023

পদের নাম (Post Name)

এখানে Senior Resident পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে এর অধীনে Clinical, Non-Clinical, GDMO বিভাগ রয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে সব মিলিয়ে মোট ৬১ টি শূন্যপদ রয়েছে।

বিভাগশূন্যপদ
Clinical৩৪ টি
Non-Clinical২৫ টি
GDMO২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

MCI/ NMC স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউশন বা হসপিটাল থেকে MD/ MS/ DNB সংশ্লিষ্ট বিষয়ে Medical PG Degree করে থাকলে এই পদে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,৩৩,৬৪০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে আলাদা ভাবে আবেদন করতে হবে না। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র, যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সমেত ইন্টারভিউয়ের দিন সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হতে হবে চাকরিপ্রার্থীদের।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস

ইন্টারভিউয়ের দিন অরিজিনাল ডকুমেন্ট সহ জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

  • NMC/ State MC Registration,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/ মার্কশিট,
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
  • অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে),
  • দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।

ইন্টারভিউ স্থান

ESI – PGIMSR & ESIC Medical College, Joka, Diamond Harbour Road, Kolkata 700104

ইন্টারভিউয়ের তারিখ ও সময়

আগামী ০৫,০৬,০৭, ১০ এবং ১১ জুলাই, ২০২৩ তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সকাল ৯:৩০ থেকে ১০:৩০ এর মধ্যে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট তথা আবেদন করতে হবে।

WB ESIC Job Vacancy 2023
WB ESIC Job Vacancy 2023
WB ESIC Job Vacancy 2023

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 বিমান পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করুন

🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে

🔥 স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

🔥 কলকাতায় বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত তথ্য”

Leave a Comment

JoinJoin