কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। যারা কাজের সন্ধান চাই বা যেকোনো কাজের খবর ২০২৫ খুঁজছেন, তাদের জন্য SSC Stenographer Recruitment 2025 একটি সুবর্ণ সুযোগ। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি – এই দুটি পদে প্রায় ২৬১ জন কর্মী নিয়োগ করা হবে।
বিশেষত যাদের টাইপিং এবং স্টেনোগ্রাফিতে দক্ষতা রয়েছে, তাদের জন্য এটি একটি আদর্শ সুযোগ। আবেদনের শেষ তারিখ ২৬শে জুন, ২০২৫ এবং সম্ভাব্য পরীক্ষার তারিখ ৬ই আগস্ট থেকে ১১ই আগস্ট, ২০২৫। কেন্দ্রীয় সরকারি চাকরির স্থিতিশীলতা এবং সুবিধার কথা মাথায় রেখে এই সুযোগটি হাতছাড়া করবেন না। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।
বিষয় সূচী ~
SSC Stenographer Recruitment 2025
নিয়োগকারী | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
বিজ্ঞপ্তি নং | Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2025 |
পদের নাম | স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি |
মোট শূন্যপদ | ২৬১টি (সম্ভাব্য) |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬শে জুন, ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://ssc.gov.in |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এবারের SSC Stenographer Recruitment 2025 এ দুটি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে প্রায় ২৬১ টি শূন্যপদ রয়েছে।
Stenographer Grade ‘C’ – এই পদটি তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ের এবং এখানে নিয়োগপ্রাপ্তরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
Stenographer Grade ‘D’ – এই পদটি প্রাথমিক স্তরের স্টেনোগ্রাফার পদ হিসেবে বিবেচিত এবং এখানে নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন সরকারি অফিসে স্টেনোগ্রাফি সংক্রান্ত কাজ সম্পাদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা
SSC Stenographer Recruitment 2025 এ আবেদনের জন্য মূল শিক্ষাগত যোগ্যতা হলো যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ১লা আগস্ট, ২০২৫ তারিখের আগে সম্পন্ন করতে হবে।
শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়, প্রার্থীকে অবশ্যই স্টেনোগ্রাফিতে দক্ষ হতে হবে। গ্রেড ডি পদের জন্য ইংরেজিতে প্রতি মিনিটে ১০০ শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে ১০০ শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন। গ্রেড সি পদের জন্য ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে ৮০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
- সর্বোচ্চ বয়সসীমা – গ্রেড সি: ৩০ বছর, গ্রেড ডি: ২৭ বছর।
- বয়স হিসেব করতে হবে ১লা আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী।
- সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
- SC/ST প্রার্থী: ৫ বছরের ছাড়
- OBC প্রার্থী: ৩ বছরের ছাড়
- PWBD প্রার্থী: ১০ বছরের ছাড়
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
স্টেনোগ্রাফার পদে নিয়োগপ্রাপ্তরা কেন্দ্রীয় সরকারের ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাবেন। বিস্তারিত বেতন কাঠামো অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ থাকবে।
নির্বাচন পদ্ধতি
SSC Stenographer নিয়োগের জন্য মোট ২টি ধাপের নির্বাচন প্রক্রিয়া রয়েছে:
- Computer Based Written Test (CBT) – ২ ঘণ্টার কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
- Skill Test – স্টেনোগ্রাফি দক্ষতা পরীক্ষা (টাইপিং টেস্ট)
- Document Verification – নথিপত্র যাচাইকরণ
আবেদন মূল্য
SSC Stenographer Recruitment 2025 এ আবেদনের জন্য সাধারণ শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তবে SC, ST, PWBD এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়া
SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
১) প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, এরপর Quick Links সেকশনে থাকা Apply তে ক্লিক করুন, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন –

২) এরপর Stenographer Grade ‘C’ and ‘D’ Examination,2025-এ Apply লিংকে ক্লিক করুন,
৩) এরপর লগইন পেজ খুলে আসবে, যদি এই পোর্টালে পূর্বে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে Register Now এ ক্লিক করে নতুন রেজিস্ট্রেশনের করুন,
৪) রেজিস্ট্রেশনের পর ইউজারনেম বা রেজিস্ট্রেশন ID, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করুন,

৫) এরপর Candidate Dashboard পেজে Live Examinations সেকশনে Stenographer Grade ‘C’ and ‘D’ Examination,2025-এ Apply লিংকে ক্লিক করুন, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন –

৬) আবেদনপত্রে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন,
৭) প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন,
৮) আবেদন ফি প্রদান করুন (যদি প্রযোজ্য হয়),
৯) ২৬শে জুন, ২০২৫ তারিখের মধ্যে আবেদন সাবমিট করুন।
চাকরির খবর – ভারতীয় কোস্টগার্ডে ৬১০টি পদে নিয়োগ, মাধ্যমিক পাস থেকেই আবেদনের সুযোগ
দরকারি নথিপত্র
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র
- জন্ম তারিখের প্রমাণপত্র (মাধ্যমিক সার্টিফিকেট)
- উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট
- জাতি প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
- আয় প্রমাণপত্র (EWS এর জন্য)
- পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
- প্রতিবন্ধিত্বের সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদন শুরু | ৬ জুন, ২০২৫ |
আবেদন শেষ | ২৬ জুন, ২০২৫ |
সম্ভাব্য পরীক্ষার তারিখ | ৬ আগস্ট – ১১ আগস্ট, ২০২৫ |
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিংক (Direct Link) | Apply Here |
অফিসিয়াল ওয়েবসাইট | https://ssc.gov.in |
SSC Stenographer Recruitment 2025 কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই মর্যাদাপূর্ণ পদে আবেদনের সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তবে মনে রাখতে হবে যে স্টেনোগ্রাফি দক্ষতা এই নিয়োগের মূল শর্ত। তাই আবেদনের পাশাপাশি টাইপিং স্পিড বৃদ্ধিতেও মনোযোগ দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬শে জুন, ২০২৫। তাই আর দেরি না করে আজই প্রস্তুতি শুরু করুন এবং সময়মতো আবেদন সম্পন্ন করুন।