SBI Bank New Vacancy 2025: SBI ব্যাঙ্কে ৬০০টি শূন্যপদে চাকরির সুবর্ণ সুযোগ, অনলাইনে আবেদন চলছে…

SBI Bank New Vacancy 2025: কাজের সন্ধান চাই? চাকরি প্রার্থীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে হাজির হলো দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। ...

Published on:
By
Utpal
- Writer
SBI Bank New Vacancy 2025 PO Post ADVERTISEMENT NO CRPDPO2024-2522

SBI Bank New Vacancy 2025: কাজের সন্ধান চাই? চাকরি প্রার্থীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে হাজির হলো দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান এমন প্রার্থীদের জন্য SBI প্রবেশনারি অফিসার (PO) পদে মোট ৬০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১৬ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে যাঁরা ব্যাংকিং সেক্টরে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। আসুন জেনে নিই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

নিয়োগকারীস্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
বিজ্ঞপ্তি নংCRPD/PO/2024-25/22
পদের নামপ্রবেশনারি অফিসার (PO)
মোট শূন্যপদ৬০০টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৬/০১/২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটsbi.co.in

SBI Bank New Vacancy 2025 – পদের নাম ও মোট শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে প্রবেশনারি অফিসার (Probationary Officers / PO) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬০০ টি শূন্যপদ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) ডিগ্রি থাকতে হবে। শেষ বর্ষের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত নিয়োগের সময় তাঁদের স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।

SBI Bank New Vacancy 2025 PO Post Educational Qualification

বয়স সীমা

প্রার্থীর বয়স ০১/০৪/২০২৪ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

আবেদন প্রক্রিয়া

এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের সম্পূর্ণ ধাপ গুলি নিচে দেওয়া হলো –

১) প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার পেজে যান : https://bank.sbi/web/careers/current-openings

২) এরপর ADVERTISEMENT NO: CRPD/PO/2024-25/22APPLY ONLINE এ ক্লিক করুন, যেমনটি নিচের ছবিটি দেখতে পাচ্ছেন 👇

ADVERTISEMENT NO CRPDPO2024 2522

৩) এরপর IBPS সাইটের পেইজ খুলবে, সেখানে Click here for New Registration এ ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, যেমনটি নিচের ছবিটি দেখতে পাচ্ছেন 👇

SBI Bank New Vacancy 2025 PO Post Registration

৪) এরপর Registration Number ও Password দিয়ে লগইন করুন,

৫) এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন, যেমনটি নিচের ছবিটি দেখতে পাচ্ছেন 👇

SBI Bank New Vacancy 2025 PO Post Registration Form Page

৬) প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন

৭) আবেদন ফি প্রদান করুন,

৮) সবশেষে আবেদন ফর্ম সাবমিট করুন।

উপরোক্ত আবেদন পদ্ধতি আশা করি আপনাদের উপকারে আসবে 😊।

নতুন চাকরির খবর – NALCO কোম্পানিতে ৫১৮টি শূন্যপদে নিয়োগের সুবর্ণ সুযোগ

প্রয়োজনীয় নথিপত্র

  • ফটো আইডি প্রুফ
  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • স্বাক্ষর

আবেদন ফি

  • General/OBC/EWS : ৭৫০ টাকা।
  • SC/ST/PwBD : কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি

এখানে নিয়োগ প্রক্রিয়া তিনটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৭/১২/২০২৪
আবেদন শেষ১৬/০১/২০২৫

বি.দ্র.: আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। সমস্ত তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Here

নতুন চাকরির খবর – ESIC দপ্তরের বীমা মেডিকেল অফিসার পদে ৬০৮টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি

Your Reaction?1
Happy 100%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin