PGCIL Recruitment 2024: বিদ্যুৎ দপ্তরে ৮২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

PGCIL Recruitment 2024: কাজের সন্ধান চাই অথবা যেকোনো কাজের খবর 2024 – এর জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম। পাওয়ারগ্রিড এনার্জি সার্ভিসেস লিমিটেড (PGCIL) এ বিভিন্ন ...

Published on:
By
Utpal
- Writer
PGCIL Recruitment 2024

PGCIL Recruitment 2024: কাজের সন্ধান চাই অথবা যেকোনো কাজের খবর 2024 – এর জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম। পাওয়ারগ্রিড এনার্জি সার্ভিসেস লিমিটেড (PGCIL) এ বিভিন্ন পদে মোট ৮২৫টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, কারণ এখানে মাসিক বেতন দেওয়া হবে ৬২,৫০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগে ডিপ্লোমা ট্রেইনি, জুনিয়র অফিসার ট্রেইনি এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি পদে নিয়োগ করা হবে। আসুন বিস্তারিত জেনে নিই।

নিয়োগকারীপাওয়ারগ্রিড এনার্জি সার্ভিসেস লিমিটেড
বিজ্ঞপ্তি নংCC/10/2024
পদের নামডিপ্লোমা ট্রেইনি, জুনিয়র অফিসার ট্রেইনি, অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি
মোট শূন্যপদ৮২৫টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১২/১১/২০২৪ ১৯/১১/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.powergrid.in

পদের নাম

এখানে ডিপ্লোমা ট্রেইনি, জুনিয়র অফিসার ট্রেইনি, অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সব মিলিয়ে মোট ৮২৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে –

  • B.Tech/BE
  • M.Tech/ME
  • বি.কম
  • স্নাতকোত্তর ডিগ্রি
  • স্নাতকোত্তর ডিপ্লোমা
  • CA/CMA

বয়স সীমা ও বেতন

আবেদনকারীর বয়স ১২/১১/২০২৪ তারিখে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন –

  • সর্বনিম্ন: ৬২,৫০০/- টাকা
  • সর্বোচ্চ: ২,৫০,০০০/- টাকা

আবেদন প্রক্রিয়া

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in ভিজিট করুন।
২. এরপর Careers >Job Opportunities এ যান।
৩. একটি নিচের দিকে স্ক্রল করুন।
৪. এরপর Regional Openings সেকশনের মধ্যে থাক Recruitment of Diploma Trainee – (Electrical)/ (Civil), Junior Officer Trainee – (HR)/ (F&A) and Assistant Trainee (F&A) এই বিজ্ঞপ্তির Click here to register/login and apply বোতামে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন 👇

PGCIL Recruitment 2024

৫. এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৬. আবেদন ফর্ম পূরণ করুন।
৭. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
৮. আবেদন ফি জমা দিন (যদি প্রযোজ্য হয়)।
৯. ব্যাস এই কয়েকটি স্টেপ ফলো করলে আবেদন করা সম্পন্ন হবে।

আবেদন ফি

  • General দের জন্য আবেদন ফি ২০০-৩০০ টাকা (পদ অনুযায়ী)।
  • SC/ST/PwBD/প্রাক্তন সৈনিক দের কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২২/১০/২০২৪
আবেদন শেষ১২/১১/২০২৪ ১৯/১১/২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.powergrid.in
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Here

বি.দ্র: আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন এবং নিজের যোগ্যতা যাচাই করে আবেদন করুন।

Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin