Kolkata High Court Recruitment 2025: যেকোনো কাজের খবর ২০২৪-২৫! কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে ইন্টারপ্রেটিং অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এই পদে মোট ৮টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগকারী | কলকাতা হাইকোর্ট |
বিজ্ঞপ্তি নং | 01- HCOS/IO(COURT)/2024 |
পদের নাম | Interpreting Officer |
মোট শূন্যপদ | ৮ টি |
আবেদনের মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫/০১/২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.calcuttahighcourt.gov.in |
বিষয় সূচী ~
পদের নাম ও শূন্যপদের সংখ্যা (Urgent job vacancy in kolkata)
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Interpreting Officer পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৮ টি শূন্যপদ রয়েছে।
- ক্যাটাগরি A – হিন্দি ও বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দি ও বাংলায় অনুবাদের জন্য ৪টি পদ
- ক্যাটাগরি B – হিন্দি ও উর্দু থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দি ও উর্দুতে অনুবাদের জন্য ২টি পদ
- ক্যাটাগরি C – বাংলা ও নেপালি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ও নেপালিতে অনুবাদের জন্য ১টি পদ
- ক্যাটাগরি D – বাংলা ও ওলচিকি/সাঁওতালি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ও ওলচিকি/সাঁওতালিতে অনুবাদের জন্য ১টি পদ
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি ক্যাটাগরির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ভাষায় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্য দুটি ভাষায় দক্ষতা থাকতে হবে। অতিরিক্ত ভারতীয় ভাষার জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স সীমা
১লা জানুয়ারি, ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর ছাড় রয়েছে। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
এই নিয়োগে বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয় – পে ম্যাট্রিক্স ১৬ (৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা) এবং মাসিক ৩০০ টাকা বিশেষ ভাতাসহ অন্যান্য প্রচলিত ভাতা প্রদান করা হবে। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীতে স্থায়ী করা হবে।
নতুন চাকরির খবর – SBI ব্যাঙ্কে ৬০০টি শূন্যপদে চাকরির সুবর্ণ সুযোগ, অনলাইনে আবেদন চলছে…
আবেদন প্রক্রিয়া
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া –
- লিগ্যাল সাইজের (8.5″ x 14″) সাদা কাগজে হাতে লেখা বা টাইপ করা আবেদন করতে হবে,
- আবেদনপত্রে প্রার্থীর পূর্ণ নাম, পিতা/স্বামীর নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে,
- আবেদনের সাথে প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যাংক চালান সংযুক্ত করতে হবে,
- মুখবন্ধ খামের উপরে ক্যাটাগরি ও পদের নাম উল্লেখ করে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
দরকারী কাগজপত্র
- জন্ম তারিখের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
- কম্পিউটার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- সাক্ষর
আবেদনপত্র পাঠাবার ঠিকানা
Office of the Registrar, Original Side, 1st Floor,
Main Building, High Court at Calcutta, Kolkata – 700 001
আবেদন ফি
SC / ST প্রার্থীদের জন্য ৪০০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৮০০/- টাকা ফি দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৪/১২/২০২৪ |
আবেদন শুরু | ২৪/১২/২০২৪ |
আবেদন শেষ | ১৫/০১/২০২৫ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
বি.দ্র.: আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। সমস্ত তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করুন।