CSL Recruitment 2025: কাজের সন্ধান চাই? ২০২৫ সালের শুরুতেই এল দারুণ একটি সুযোগ! কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) এগজিকিউটিভ ট্রেনি পদে বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগে মোট ৪৪টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর হল, আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৫।
যারা উচ্চ শিক্ষায় পারদর্শী এবং শিপইয়ার্ড সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ৪০,০০০ টাকা বেতন, আর পাঁচ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ – এই চাকরি অনেকের স্বপ্ন পূরণ করতে পারে।
নিয়োগকারী | কোচিন শিপইয়ার্ড লিমিটেড |
বিজ্ঞপ্তি নং | — |
পদের নাম | Executive Trainees |
মোট শূন্যপদ | ৪৪ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৬ জানুয়ারি ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | cochinshipyard.in |
বিষয় সূচী ~
CSL Recruitment 2025 – নিয়োগের বিস্তারিত বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, Executive Trainees পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৪৪টি শূন্যপদ রয়েছে।
বিভাগের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Mechanical | ২০ |
Electrical | ৪ |
Electronics | ২ |
Naval Architecture | ৬ |
Civil | ৩ |
Information Technology | ২ |
Human Resource | ৪ |
Finance | ৩ |
মোট শূন্যপদের সংখ্যা | ৪৪ |
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেকচার, ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স অথবা ফিনান্স বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে।
বয়স সীমা
প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারী নিয়মানুযায়ী ছাড় রয়েছে।
মাসিক বেতন
আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রশিক্ষণকালীন সময়ে প্রতিমাসে ৪০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১) আবেদনের জন্য প্রথমে https://cochinshipyard.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Careers পেজে যেতে হবে।
২) এরপর Vacancy Notification – Selection of Executive Trainees for CSL এ থাকা Read More লিংকে ক্লিক করতে হবে। যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন 👇👇

৩) এরপর Click here to apply for the post of Executive Trainee for CSL লিংকে ক্লিক করে প্রার্থীর নাম, জন্ম তারিখ, জেন্ডার, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন 👇👇

৪) তারপর নির্ধারিত ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
৫) সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।
CSL Recruitment 2025 – Apply Process Video
নতুন চাকরির খবর – গ্রুপ বি এবং সি বিভাগে একাধিক কর্মী নিয়োগ, বেতন ১৮,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা
আবেদন ফি কত?
অনলাইনে আবেদনের জন্য ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শেষ | ৬ জানুয়ারি ২০২৫ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | cochinshipyard.in |
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |