UCO Bank Recruitment 2025 – UCO ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, বয়স সীমা ২১ থেকে সর্বোচ্চ ৩৫, কিভাবে আবেদন করবেন?

UCO Bank Recruitment 2025: কাজের সন্ধান চাই? UCO Bank-এ বিভিন্ন পদে মোট ৬৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০/০১/২০২৫। এই নিয়োগে ...

Updated on:
By
Utpal
- Writer
UCO Bank Recruitment 2025

UCO Bank Recruitment 2025: কাজের সন্ধান চাই? UCO Bank-এ বিভিন্ন পদে মোট ৬৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০/০১/২০২৫। এই নিয়োগে স্পেশালিস্ট অফিসার পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

আপনি যদি ফায়ার সেফটি, সিকিউরিটি, রিস্ক ম্যানেজমেন্ট, আইটি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা ইকোনমিক্স এই বিষয়গুলোর যেকোনো একটিতে দক্ষ হন, তাহলে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না।

নিয়োগকারীUCO Bank
বিজ্ঞপ্তি নংHO/HRM/RECR/2024-25/COM-70
পদের নামস্পেশালিস্ট অফিসার
মোট শূন্যপদ৬৮ টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২০/০১/২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটucobank.com

UCO Bank Recruitment 2025 – নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

এখানে মোট ৬৮টি শূন্যপদে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে –

  • ইকোনমিস্ট
  • ফায়ার সেফটি অফিসার
  • সিকিউরিটি অফিসার
  • রিস্ক অফিসার
  • আইটি অফিসার
  • চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে নিচে উল্লেখ করা হলো –

ইকোনমিস্ট : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতির যেকোনো শাখা যেমন – ব্যবসায়িক অর্থনীতি, ফলিত অর্থনীতি, আর্থিক অর্থনীতি, শিল্প অর্থনীতি বা মুদ্রা অর্থনীতিতে পড়াশোনা থাকলেও আবেদন করা যাবে।

ফায়ার সেফটি অফিসার : ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ফায়ার টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অপরিহার্য। এই ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি গ্রহণযোগ্য হবে।

সিকিউরিটি অফিসার : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ BSF, CRPF, ITBP, CISF, SSB, সেনাবাহিনী বা বিমান বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে অথবা আধাসামরিক বাহিনীতে সহকারী কমান্ড্যান্ট পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পুলিশ সুপার পদেও অভিজ্ঞতা গ্রহণযোগ্য।

রিস্ক অফিসার : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিনান্স, অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন।

আইটি অফিসার : নিম্নলিখিত যেকোনো একটি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে:

  • ইনফরমেশন টেকনোলজি
  • কম্পিউটার সায়েন্স
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস
  • ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস
  • MCA অথবা MSc
  • BE/BTech in ইলেকট্রনিক্স

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট : ICAI থেকে CA সনদপত্র সহ ব্যাংকিং, আর্থিক পরিষেবা অথবা কর্পোরেট আর্থিক ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

সকল পদের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারী নিয়মানুযায়ী ছাড় রয়েছে। বয়স হিসাব করতে হবে ০১/১১/২০২৪ তারিখ অনুযায়ী। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৪৮,৪৮০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা পর্যন্ত।

নতুন চাকরির খবর – গ্রুপ বি এবং সি বিভাগে একাধিক কর্মী নিয়োগ, বেতন ১৮,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা

আবেদন প্রক্রিয়া

এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১) প্রথমে UCO Bank-এর অফিসিয়াল ওয়েবসাইট https://ucobank.com/ এ ভিজিট করতে হবে,

২) এরপর Career এ ক্লিক করতে হবে, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন 👇

UCO Bank Recruitment 2025

৩) এরপর Recruitment Opportunities -এ ক্লিক করতে হবে, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন 👇

UCO Bank Recruitment 2025

৪) এরপর RECRUITMENT OF SPECIALIST OFFICERS ON REGULAR BASIS 2025-26,Advertisement No. HO/HRM/RECR/2024-25/COM-70 এর পাশে থাকা Click Here to Apply Online লিংকে ক্লিক করুন।

৫) এরপর রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজমিয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করুন।

৬) সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।

প্রয়োজনীয় নথিপত্র

  • পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র
  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র
  • অভিজ্ঞতা সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজের ছবি

আবেদন ফি

SC/ST/PwBD প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি ৬০০ টাকা জমা করতে হবে। আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্ক্রীনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭/১২/২০২৪
আবেদন শুরু২৭/১২/২০২৪
আবেদন শেষ২০/০১/২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

🌐 অফিসিয়াল ওয়েবসাইটhttps://ucobank.com/
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Here
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
💼 অন্যান্য চাকরির আপডেটClick Here
Your Reaction?10
Happy 90%
Sad 0%
Angry 10%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin