WII Recruitment 2025: গ্রুপ বি এবং সি বিভাগে একাধিক কর্মী নিয়োগ, বেতন ১৮,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা

WII Recruitment 2025: যেকোনো কাজের খবর 2025 – চাকরির বাজারে সুখবর নিয়ে এলো ভারতের অন্যতম প্রধান বন্যপ্রাণী গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII)। গ্রুপ বি ...

Published on:
By
Utpal
- Writer

WII Recruitment 2025: যেকোনো কাজের খবর 2025 – চাকরির বাজারে সুখবর নিয়ে এলো ভারতের অন্যতম প্রধান বন্যপ্রাণী গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII)। গ্রুপ বি এবং সি ক্যাটাগরিতে বিভিন্ন পদে মোট ১৬ জন কর্মী নিয়োগ করা হবে। আগামী ৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

দশম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ল্যাব অ্যাটেন্ড্যান্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বেতনও রয়েছে আকর্ষণীয় – মাসে ১৮,০০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।

নিয়োগকারীওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া
বিজ্ঞপ্তি নংWII/ADM/2024/07(1)
পদের নামVarious Posts
মোট শূন্যপদ১৬টি
আবেদনের মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ৬ জানুয়ারি ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটwii.gov.in

WII Recruitment 2025 – নিয়োগের বিস্তারিত বিবরণ

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড, ড্রাইভার, কুক, ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা। দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ এবং বিজ্ঞান ও টেকনোলজি বিষয়ে স্নাতকধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন।

বয়স সীমা

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে: ১৮-২৮ বছর।
  • অন্যান্য পদে: ১৮-২৭ বছর।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নিয়মানুযায়ী ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

পদভেদে মাসিক বেতন ১৮,০০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত।

নতুন চাকরির খবর – WB Job Vacancy 2025: পূর্ব মেদিনীপুর জেলায় কর্মী নিয়োগ, শূন্যপদ ২৪টি, আবেদনপত্র ডাউনলোড করুন

কিভাবে আবেদন করবেন? (WII Recruitment 2025)

আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির শেষপ্রান্তে আবেদন ফর্ম রয়েছে, সেটি প্রিন্ট করে নিতে হবে। এরপর প্রিন্ট করা আবেদন ফর্মটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র ৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হবে।

আবেদন ফি

সকল প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০/- টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শেষ৬ জানুয়ারি ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwii.gov.in
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
💼 অন্যান্য চাকরির আপডেটClick Here
Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin