GRSE Recruitment 2025: দেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা জাহাজ নির্মাণকারী সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE / Garden Reach Shipbuilders & Engineers Limited) চুক্তিভিত্তিক এক্সপার্ট পদে নিয়োগের জন্য যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
জাহাজ নির্মাণ ও শিপইয়ার্ড স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। উল্লেখ্য যে, কর্মদক্ষতা ও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
নিয়োগকারী | গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড |
বিজ্ঞপ্তি নং | 2024/11(E) |
পদের নাম | এক্সপার্ট / স্পেশালিস্ট |
মোট শূন্যপদ | ১টি |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০ জানুয়ারি ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.grse.in |
বিষয় সূচী ~
GRSE Recruitment 2025 – নিয়োগের বিস্তারিত বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Expert / Specialist (Shipbuilding & Shipyard Strategy) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – মেকানিক্যাল / মেরিন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / নেভাল আর্কিটেকচার যেকোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা – ওয়ারশিপ ডিজাইন, নির্মাণ ও মেরামতে ন্যূনতম ২৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিপবিল্ডিং / ডিজাইন / স্ট্র্যাটেজি ফরমুলেশনে অন্তত ৫ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা – ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬৫ বছর।
মাসিক বেতন – আলোচনা সাপেক্ষে একটি সমন্বিত বেতন প্যাকেজ প্রদান করা হবে।
নতুন চাকরির খবর – রাজ্যের DM অফিসের পক্ষ থেকে গ্রুপ-ডি ও স্কুল শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
কিভাবে আবেদন করবেন?
১) প্রথমে প্রার্থীদের GRSE-এর ওয়েবসাইট www.grse.in-এর ক্যারিয়ার সেকশন থেকে অথবা https://jobapply.in/grse2024 লিংকে ভিজিট করতে হবে।
২) এরপর [Employment Notification No.2024/11 (E)] এর পাশে থাকা Apply for Expert / Specialist (Shipbuilding & Shipyard Strategy) লিংকে ক্লিক করতে হবে, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন 👇👇

৩) এরপর, যদি নতুন প্রার্থী হন তাহলে Fresh Candidate (CLICK HERE) to Create Log In এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অন্যথায় Already Logged In Candidate(CLICK HERE) to Complete Process এ ক্লিক করে Email ID, কোন পদের জন্য আবেদন করতে চাইছেন সেটি সিলেক্ট করুন এবং Password দিয়ে সাবমিট করুন। যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন 👇👇

৪) এরপরে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেগুলি আপলোড করুন।
৫) আবেদন ফি জমা করুন (যদি প্রযোজ্য হয়)।
৬) সবশেষে ফাইনাল সাবমিট করুন।
আবেদন ফি কত?
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৯০/- টাকা। SC/ST/PWD প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। ফি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। তবে প্রথমে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া উপরে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু | ২৪ ডিসেম্বর ২০২৪ |
অনলাইন আবেদন শেষ | ১০ জানুয়ারি ২০২৫ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক (GRSE Recruitment 2025)
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.grse.in |
📝 আবেদন লিঙ্ক | https://jobapply.in/grse2024 |
🟢 Interview Date | Check Here |