NTPC Recruitment 2024: কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন, চাকরির সুযোগ কলকাতায়

NTPC Recruitment 2024: যেকোনো কাজের খবর ২০২৫! সরকারি সংস্থা NTPC-তে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। কর্পোরেট এক্সপেডাইটিং গ্রুপে (CEG) অ্যাসোসিয়েট পদে রিটায়ার্ড ...

Published on:
By
Utpal
- Writer
NTPC Recruitment 2024 কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন, চাকরির সুযোগ কলকাতায়

NTPC Recruitment 2024: যেকোনো কাজের খবর ২০২৫! সরকারি সংস্থা NTPC-তে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। কর্পোরেট এক্সপেডাইটিং গ্রুপে (CEG) অ্যাসোসিয়েট পদে রিটায়ার্ড এক্সিকিউটিভদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

এই পদে নিয়োগের জন্য NTPC বা সমতুল্য পদ থেকে E8 লেভেল/তার উপরের পদ থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীকে কলকাতায় ৬ মাসের জন্য নিয়োগ করা হবে।

নিয়োগকারীNational Thermal Power Corporation Limited
পদের নামঅ্যাসোসিয়েট (CEG)
মোট শূন্যপদ১টি
কর্মস্থলকলকাতা
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৯/১২/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.ntpc.co.in

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Associate পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১ টি শূন্যপদ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১) BE/B.Tech ডিগ্রি (সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে)।

২) ন্যূনতম ৩০ বছরের কাজের অভিজ্ঞতা।

৩) থার্মাল পাওয়ার প্রজেক্টে মেটেরিয়াল এক্সপেডাইটিং ফাংশনে ৫ বছরের অভিজ্ঞতা।

৪) NTPC বা সমতুল্য সংস্থা থেকে E8 লেভেল/উপরের পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।

কাজের বিবরণ

নির্বাচিত প্রার্থী CEG বিভাগে নিম্নলিখিত দায়িত্ব পালন করবেন –

  • মেটেরিয়াল ম্যানেজমেন্ট স্ট্রিমলাইন করা।
  • সম্ভাব্য বাধা চিহ্নিত ও দূর করা।
  • প্রকল্পের সময়সূচী অনুযায়ী কাজের অগ্রগতি নিশ্চিত করা।

বয়স সীমা

এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়স হলো ৬২ বছর মধ্যে হতে হবে।

নতুন চাকরির খবর – SBI Bank New Vacancy 2025: SBI ব্যাঙ্কে ৬০০টি শূন্যপদে চাকরির সুবর্ণ সুযোগ, অনলাইনে আবেদন চলছে…

আবেদন প্রক্রিয়া

  1. প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন,
  2. এরপর Google formখুলবে,
NTPC New Job Vacancy 2024
  1. এই ফর্মটি সঠিকভাবে পূরণ করুন,
  2. সবশেষে ফর্ম সাবমিট করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শেষ২৯/১২/২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
📝 আবেদন লিঙ্কApply Here

বি.দ্র.: আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। সমস্ত তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করুন।

Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin