UBKV Recruitment 2024: রাজ্যের কৃষি দপ্তরে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নতুন কর্মী নিয়োগ

UBKV Recruitment 2024: UBKV-তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কৃষি দপ্তরে ইংরেজি শিক্ষকের পদে একজন নতুন কর্মী নিয়োগ করা হবে।

Published on:
By
Utpal
- Writer
UBKV Recruitment 2024

UBKV Recruitment 2024: UBKV-তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কৃষি দপ্তরে ইংরেজি শিক্ষকের পদে একজন নতুন কর্মী নিয়োগ করা হবে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কেবল ইন্টারভিউর মাধ্যমেই আবেদন করতে হবে। কোনো লিখিত পরীক্ষা বা অন্য কোনো মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। UBKV-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশনে এ বিষয়ে সবিস্তার তথ্য দেওয়া হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এই নোটিফিকেশন ডাউনলোড করে সাবধানতার সাথে পড়ে বুঝে নিন এবং তারপর নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করুন।

Advt. No. – UBKV/Rect./04/2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে (UBKV) ইংরেজি শিক্ষকের পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা: 21 বছর
  • সর্বোচ্চ বয়সসীমা: 37 বছর
  • SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর বয়সের ছাড় রয়েছে।
  • বয়স হিসেব করতে হবে 01/01/2024 তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

প্রার্থীরা যদি চাকরি পান, তাহলে তাদের বেতন প্রদান করা হবে নোটিফিকেশনের নিয়ম অনুসারে। নোটিফিকেশন ডাউনলোড করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

নির্বাচন পদ্ধতি

এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য

এই পদের জন্য যদি কোনো আবেদন মূল্য চাওয়া হয়, তাহলে প্রার্থীদের নিজস্ব দায়িত্বে তা জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া

  • প্রথমে প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়তে হবে।
  • তারপর আবেদন ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত তথ্য লিখে নির্দিষ্ট স্থানে ও সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ এর স্থান

Registrar's Chamber, Uttar Banga Krishi Viswavidyalaya (UBKV), Pundibari, Cooch Behar.

দরকারি নথিপত্র

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন হবে:-

  • পরিচয়পত্র
  • জন্ম তারিখ প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইন্টারভিউ তারিখ12/11/2024
ইন্টারভিউ সময়সকাল 11 টা

আরও বিস্তারিত জানতে দয়া করে অফিসিয়াল নোটিফিকেশনটি Download করে পড়ুন।

Official NotificationCheck Here
Official WebsiteVisit Now
Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin