WBPSC Clerkship Admit Card Download 2024: WBPSC ক্লার্কশিপ পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন দেখুন

WBPSC ক্লার্কশিপ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের সহজ পদ্ধতি দেখে নিন।

Published on:
By
Utpal
- Writer
WBPSC Clerkship Admit Card Download 2024

WBPSC ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪ এর জন্য পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটলো, কারণ এডমিট কার্ড ডাউনলোডের (WBPSC Clerkship Admit Card Download 2024) দিনক্ষণ অবশেষে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ২ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যেই এডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ১৬ এবং ১৭ নভেম্বর এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের নিজ নিজ এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। এডমিট কার্ড হল পরীক্ষার কেন্দ্রে প্রবেশের জন্য একমাত্র পরিচয়পত্র, তাই সঠিক সময়ে এটি ডাউনলোড করা অত্যাবশ্যক।

অনেক পরীক্ষার্থীই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন তা জানেন না এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাইবার ক্যাফের উপর নির্ভর করতে হয়। অথচ সঠিক পদ্ধতি জানলে এটি নিজে থেকে খুব সহজেই ডাউনলোড করা সম্ভব। আজকের এই নিবন্ধে আমরা বাড়িতে বসেই কিভাবে WBPSC Clerkship Admit Card Download 2024 করতে পারবেন তার একটি ধাপে ধাপে গাইড শেয়ার করবো। এই নির্দেশিকা অনুসরণ করে আপনার মূল্যবান সময় বাঁচানোর পাশাপাশি পরীক্ষার জন্য প্রস্তুতিও সম্পূর্ণ করতে পারবেন।

এডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া

১) সর্বপ্রথম সার্চ বার এ গিয়ে লিখুন psc.wb.gov.in, এতে WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলবে।

২) এরপর Download Admit-Card (For Written/ Screening Test) অপশনে ক্লিক করুন।

WBPSC Clerkship Admit Card Download 2024

৩) এরপর একটি নতুন পেজ খুলবে, সেখানে CLERKSHIP EXAMINATION (Part-I), 2023, ADVT. NO. 13/2023 লেখাটির পাশে CLICK HERE লিংকে ক্লিক করুন।

৪) এরপর আবারো একটি নতুন পেজ খুলবে, সেখানে Download Admit Card অপশনে ক্লিক করুন।

৫) এবার আপনাকে আপনার আপ্লিকেশন নম্বর / এনরোলমেন্ট আইডি / নাম এবং জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর Download বোতামে ক্লিক করুন। এটি আপনার পরীক্ষার এডমিট কার্ড পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল / কম্পিউটারে।

WBPSC Clerkship Admit Card Download 2024

৬) এরপর সেটি প্রিন্ট করতে পারেন।

WBPSC ক্লার্কশিপ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া সহজ, তবে ধাপে ধাপে সঠিকভাবে করতে হবে। আপনি যদি সময়মতো এবং সঠিকভাবে এডমিট কার্ড সংগ্রহ করেন, তবে পরীক্ষার দিন নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। আশা করি, এই গাইডটি আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে।

Download Admit Card (Direct Link): Download Here

Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin