Aadhar Linked Mobile Number: আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তা জানতে চান? ঘরে বসেই জানুন

Aadhar Linked Mobile Number: আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তা জানতে চান? জেনে নিন UIDAI ওয়েবসাইটের মাধ্যমে আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বর খুঁজে পাওয়ার সহজ পদ্ধতি।

Published on:
By
Utpal
- Writer
Aaadhaar Card New Rule

বর্তমান ডিজিটাল যুগে আধার কার্ড হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ব্যাঙ্কিং থেকে শুরু করে সরকারি পরিষেবা, এমনকি মোবাইল সিম ক্রয় – সবক্ষেত্রেই আধার যাচাইকরণ বাধ্যতামূলক। কিন্তু অনেক সময়ই আমরা ভুলে যাই আমাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে। এই সমস্যার সমাধানে UIDAI একটি সহজ পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে আপনি নিজের আধার লিঙ্ক মোবাইল নম্বর সহজেই যাচাই করতে পারবেন।

UIDAI ওয়েবসাইটে মোবাইল নম্বর জানার প্রক্রিয়া

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর যাচাই করতে পারবেন। প্রথমে ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ‘My Aadhaar’ অপশনে ক্লিক করুন। এরপর ‘Verify Email/Mobile Number’ অপশনে যান। এখানে আপনাকে আপনার ১২ ডিজিটের আধার নম্বর, মোবাইল নম্বর এবং সিকিউরিটি ক্যাপচা দিতে হবে। আপনি যদি সঠিক মোবাইল নম্বর দেন, তবে সিস্টেম আপনাকে জানিয়ে দেবে যে এই নম্বরটি আপনার আধারের সাথে লিঙ্ক করা আছে।

আপনি যদি এমন কোনো মোবাইল নম্বর লিখেন যা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত নয়, তখন সিস্টেম আপনাকে একটি মেসেজ দেখাবে যে “আপনার প্রদত্ত মোবাইল নম্বরটি আমাদের ডাটাবেসে নেই”। এই পদ্ধতিতে আপনি আপনার সম্ভাব্য মোবাইল নম্বরগুলি একে একে চেক করে দেখতে পারেন। যে নম্বরটি আপনার আধারের সঙ্গে যুক্ত, সেটি লেখার সময় সিস্টেম তা নিশ্চিত করে জানিয়ে দেবে। এভাবে আপনি সহজেই আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরটি খুঁজে পাবেন।

মোবাইল নম্বর যাচাইকরণের গুরুত্ব

আধারের সাথে সঠিক মোবাইল নম্বর লিঙ্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই আপনি আধার সংক্রান্ত সমস্ত আপডেট এবং ওটিপি পাবেন। বিশেষ করে ব্যাঙ্কিং লেনদেন, প্যান কার্ড লিঙ্কিং অথবা অন্যান্য সরকারি পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত এই তথ্য আপডেট রাখা প্রয়োজন।

আধার লিঙ্ক মোবাইল নম্বর যাচাই করার এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং নিরাপদ। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেকোনো সময় এই তথ্য যাচাই করতে পারেন। যদি আপনার মোবাইল নম্বর আপডেট করার প্রয়োজন হয়, তবে নিকটস্থ আধার সেবা কেন্দ্রে গিয়ে তা করিয়ে নিতে পারেন।

Your Reaction?0
Happy 0%
Sad 0%
Angry 0%

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - [email protected]
JoinJoin